খবরের বিস্তারিত...


সুন্নত মুবারক পালন করা ফরয

জুলাই 26, 2018 আক্বীদা

কিতাবে বর্ণিত রয়েছে, একদিন হাম্বলী মাযহাব উনার সম্মানিত ইমাম ফক্বীহুল উম্মত, ইমামুল আইম্মাহ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন- ‘সম্মানিত সুন্নত মুবারক পালন করা ফরয।’ একথা শুনে যাঁরা সমসাময়িক ইমাম-মুজতাহিদ ছিলেন উনারা এসে বললেন, হুযূর! বেয়াদবী ক্ষমা চাই। আপনি যে ফতওয়া দিলেন ‘সুন্নত মুবারক পালন করা ফরয’- এর পিছনে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্য থেকে কি কোনো দলীল রয়েছে? তখন তিনি বললেন- ‘পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে অনেক দলীল রয়ে গেছে।’ তখন তিনি আরো বললেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা আমার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা এনেছেন তা আঁকড়ে ধরো। যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাক, মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা”। (পবিত্র সূরা হাশর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)। সুবহানাল্লাহ! তখন উনারা সকলে চুপ হয়ে গেলেন। এ সম্মানিত আয়াত শরীফ দ্বারা প্রমাণিত হয় যে- সুন্নত মুবারক পালন করা ফরয। সুবহানাল্লাহ!

Comments

comments