খবরের বিস্তারিত...


হযরত শাহ পরাণ (রঃ) মামার কাছে জালালি কবুতর ফেরত দেওয়ার কারামত প্রকাশ

জুলাই 29, 2018 আক্বীদা

হযরত শাহ জালাল (রঃ)-এর ভাগ্নে হযরত শাহ পরাণ (রঃ) ছিলেন  সেই ৩৬০ আউলিয়ার একজন। হযরত শাহ পরাণ (রঃ) কবুতর খেতে খুবই পছন্দ করতেন। তিনি প্রতিদিন একটি করে কবুতর খেতেন যার মধ্যে জালালী কবুতরও থাকত। তবে খাওয়ার পর তিনি পালকগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখতেন। একদিন জালালী কবুতরের সংখ্যা কম দেখে খাদেমেদের জিজ্ঞাসা করলে তারা হযরত শাহ জালাল (রঃ)কে আসল ঘটনা খুলে বলেন। এটা জানার পর হযরত শাহ জালাল (রঃ) কিছুটা রাগান্বিত হলে হযরত শাহ পরাণ (রঃ) মামাকে বললেন, “আমি আপনার কবুতরগুলো ফেরত দিচ্ছি।” এরপর সেই রেখে দেওয়া পালকগুলোকে আকাশে উড়িয়ে বললেন, “যাও ! আল্লাহর হুকুমে শাহজালালের দরবারে পৌঁছে যাও।” সাথে সাথে পালকগুলি জালালী কবুতর হয়ে তার মামার দরবারে এসে হাজির হল। সুবহান আল্লাহ !(এই কাহিনী হযরত শাহ জালাল (রঃ) কিংবা হযরত শাহ পরাণ (রঃ)-এর প্রায় প্রতিটি জীবনীগ্রন্থেই রয়েছে।)

Comments

comments