শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রঃ) স্মরণে KM N. Islam Hulainy এর কবিতা
সুন্নী কমিউনিটির হৃতগৌরব,অবিস্মরণীয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব ,চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান কাফেলার উপস্থাপক, শহীদে মিল্লাত ,মহাত্মা ,আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রঃ) স্মরণে ।
******************
কে.এম.নূরুল ইসলাম হুলাইনী
……………
………………………….
বেদনাবিধুর আগস্ট তুমি
আনলে লহুর নদী ।
হৃদ-বিদারী কান্নাজলে
ভাসছি নিরবধি ।
মহাত্মা ফারুকী তোমার
কী অপরাধ ছিল ?
কেন তোমার হক্বের কণ্ঠ
স্তব্ধ করে দিল ?
তুমি ছিলে বে-নজির ,
দ্বীন-ঈমান কাননে ।
জ্ঞান-তাক্বওয়া,সৎসাহসে
ছিলে উচ্চাসনে ।
অকাতরে জীবন দিলে
যুগ-সীমারের হাতে ।
শাহাদাতের সুধা পিয়ে
ঠাঁই নিলে জান্নাতে ।
মামলা হলো, খুনী আজও
দিব্যি হেসে খেলে ।
জঙ্গীপনার প্রসার ঘটায় ,
উড়ছে পেখম মেলে ।
‘সাগর রুনি’র মামলা যেমন
কানামাছি খেলে ।
‘ফারুকী খুন মামলা’টাও
চলছে হেলেফেলে ।
আর কাহাঁতক? ধৈর্যের বাঁধ
ভাঙ্গার উপক্রম !
ধরে নেবো, চলছে ‘জঙ্গী
লালন’ কার্যক্রম!
এক ফারুকী শহীদ করে
পাঠায় লোকান্তরে ।
লক্ষ কোটি ফারুকী হও
জাগ্রত ঘরে ঘরে ।
নবী-অলিপ্রেমিক, শহীদ
আল্লামা ফারুকী ।
তাঁর আদর্শে আসুন-
বাতিল,জঙ্গীবাদ রুখি।