খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্নঃ আরাফাত সভাপতি,ফরিদ সেক্রেটারী

ডিসে. 09, 2020 সাংগঠনিক খবর

যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে আদর্শিক সমাজ ও রাষ্ট্র গঠন এবং দেশের উন্নতি-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ইসলামী ছাত্রসেনার ভূমিকা অপরিসীম______ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- বর্তমান ঘুণেধরা এই সমাজের অশ্লীলতা, নগ্নতা, বেহায়পনা, নির্লজ্জতা ও ব্যভিচার আদর্শিক কাফেলা ইসলামী ছাত্রসেনাই পারবে দূর করতে। ইসলামী ছাত্রসেনার নেতৃত্বে সমাজ পরিচালিত হলে অজ্ঞতা, কুসংস্কার, ভীরুতা ও বাতিলের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করে অন্ধকারের বদ্ধ দুয়ার খুলে ঝড়ের বেগে এগিয়ে গিয়ে আলোকিত দিন গড়তে।অন্যদিকে যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে উন্নত সমাজ ও দেশ গঠন এবং দেশের উন্নতি-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ইসলামী ছাত্রসেনার ভূমিকার কোনো বিকল্প নেই। গত ০৫-১২-২০ইং সকাল ১০.০০মি. ঢাকায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী উপরোক্ত আলোচনা করেন। কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম এম নাঈম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ গোলাম হায়দার হাসিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন- ছাত্র সমাজকে ধংষের হাত থেকে রক্ষা করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের বিকল্প নেই।একমাত্র ইসলামী ছাত্রসেনা এই আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে। ইসলামী ছাত্রসেনার আন্দোলনে উদ্ভুদ্ধ হয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ এ ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। কাউন্সিল অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাসের তালুকদার, তিনি বলেন- ছাত্রদের প্রিয় নবী (দ.) এর আদর্শ লালন করে এদেশে সুন্নীয়তের আদর্শিক চর্চা করতে হবে। পড়া-লেখা ছাড়া জাতি কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, এডভোকেট শাহীদুল আলম রিজভী, এ এস এম কাউসার ও এম মনির হোসাইন সহ প্রমূখ। বক্তারা আরো বলেন- জাতির জনককে সম্মান জানাতে ওনার নামে জনকল্যানমূলক হাসপাতাল, সেতু, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিশু ও বয়স্কদের আশ্রয় কেন্দ্র ইত্যাদি সহ ভালো কাজ যতো করা হবে, এদেশের সাধারণ মানুষের বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বর্তমান সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধি পাবে। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বর্তমান সরকারের জনহিতকর যেকোনো পরিকল্পনার প্রতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু মূর্তি বা ভাস্কর্য স্থাপনের নামে অপচয় ও ইসলামের দৃষ্টিতে হারাম কাজের প্রতিরোধ ও প্রতিবাদে আমরা আপোষহীন। তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে বঙ্গবন্ধু ও বিভিন্ন নেতা ও জাতীয় ব্যক্তিত্বদের নামে ভাস্কর্য স্থাপনের নামে অপচয় ও অপব্যয় এবং ইসলামে নিষিদ্ধ কাজ বন্ধ করে জাতীয় অর্থ তহবিল এর সদ্ব্যবহার করে সেতু, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মসজিদ, স্কুল, কলেজ ও মাদ্রাসা স্থাপন সহ বিভিন্ন জাতীয় কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কাউন্সিল অধিবেশনে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের (২০২০-২০২২) সেশনের জন্য এ.বি.এম আরাফাত মোল্লাকে সভাপতি, মোঃ ফরিদ মজুমদারকে সাধারণ সম্পাদক ও এইচ এম মনির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Comments

comments