খবরের বিস্তারিত...

আলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রহঃ)’র জীবন ও কর্ম

আলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রহঃ)’র জীবন ও কর্ম

প্রসঙ্গঃ আলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রঃ) এর ওফাত বার্ষিকী
****************************************

১৮ এপ্রিল ২১ইং ছিল সুন্নীয়তের কিংবদন্তি ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রঃ) এর ওফাত বার্ষিকী। এতদোপলক্ষে তাঁর স্মরণে সংক্ষিপ্ত স্মৃতিচারণ। যুগে যুগে যেসকল ক্ষণজন্মা মহাপুরুষদের শুভ আবির্ভাবে এদেশের জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়েছে,তন্মধ্যে হযরতুলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রঃ)ও স্বীয় কৃতকর্মের মাধ্যমে তাঁদের অন্যতম একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যিনি দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি এদারা জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল (এম এ) মাদ্রাসার চেয়ারম্যান ও আঞ্জুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নীয়া ট্রাস্টের সহ সভাপতির মত গুরুত্বপূর্ণ শীর্ষ পদে অধিষ্ঠিত থেকে ইসলামী আদর্শের সম্প্রসারণ ও বিস্তৃতিতে অনবদ্য ভূমিকা রাখেন। শুধু তাই নয়, তিনি রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, মুর্শিদে বরহক, পীরে কামেল, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ছাহেব কিবলা (রঃ) এর একনিষ্ঠ মুরিদ হিসেবে তরিকত চর্চায়ও ছিলেন অগ্রগামী। কেবল তিনিই নন,তাঁর পুরো পরিবারেই অহর্নিশ চর্চা হতো তরিকতের। এমনকি তাঁর বাসভবনকে তরিকত চর্চার একটি পাঠশালা বললে কোনভাবেই অত্যুক্তি হবে না। সত্যিকার অর্থে যা বিস্ময়ের বিস্ময়। তাঁর বাসভবনে তরিকতের কার্যক্রমে আমি অধমেরও একাধিকবার অংশগ্রহণ নসিব হয়। যেথায় আমি হতবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেছি তাঁর অসামান্য খোদাভীরুতা ও নবীপ্রেম। যাইহোক, তিনি কোন আলেম না হয়েও তাঁর অতিমাত্রার রিয়াজত তাঁকে তরিকতের শীর্ষ চূড়ায় অধিষ্ঠিত করে। ফলশ্রুতিতে তিনি আধ্যাত্নিক জগতের একজন সিদ্ধপুরুষ হিসেবেও প্রসিদ্ধি অর্জন করেন। আলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রঃ) ছিলেন নির্লোভ-নিরহংকার তথা আপাদমস্তক শিষ্টাচারাবৃত একজন সাদা মনের মানুষ। যাঁর অবয়বে প্রতিবিম্বিত হতো নবী(দঃ)আদর্শের আলোকচ্ছটা। যিনি আমৃত্যু ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর অনন্য এক সেবক হিসেবে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করেছেন। যিনি ছিলেন জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। যে সুমহান লক্ষ্য বাস্তবায়নে তিনি জীবনের অন্তিম মূহুর্তঅবধি অহর্নিশ প্রয়াস অব্যাহত রেখেছিলেন। সুন্নীয়তের প্রতি ছিল তাঁর অগাধ দরদ ও মমত্ববোধ। যেজন্য সুন্নী অঙ্গনের যেকোন সমস্যার আশু সমাধানে তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতেন। এক্ষেত্রে তাঁর বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্তসমূহ ছিল খুবই ইতিবাচক,কার্যকর ও বিজ্ঞানসম্মত। যা সুন্নীয়তের সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নিরন্তর প্রেরণা যোগাতো। মাজহাব-মিল্লাত এর জন্য এ মহান মনিষীর অসামান্য ত্যাগ কখনও বিস্মৃত হবার নয়। উল্লেখ্য যে, তাঁর ঔরসজাত গর্বিত সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ডঃ আল্লামা এ এস এম বোরহান উদ্দীন এখন মাজহাব-মিল্লাতের নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দেয়ার মাধ্যমে উক্ত ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছেন। সুন্নী অঙ্গনে আলহাজ্ব এম এ ওহাব আলকাদেরী (রঃ) একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি কখনও কালগর্ভে হারিয়ে যাবেন না। তিনি তাঁর কর্মযজ্ঞের মধ্যেই অনন্তকালব্যাপী বেঁচে থাকবেন। তাঁর পদাংক অনুসরণ করা হলে জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ বিনির্মান অধিকতর সম্ভব। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের আলা মকাম নসিব করুক।

এম ইব্রাহীম আখতারী
১৯এপ্রিল ২০২১ইং

Comments

comments