পটিয়া ইসলামী ছাত্রসেনার শিক্ষা সামগ্রী বিতরণ
জাতীয় জীবনে একটি শিক্ষিত প্রজন্ম গঠণে সম্মিলিত প্রয়াস বাস্তবায়নের বিকল্প নেই
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন-শিক্ষার উন্নয়নই হচ্ছে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। শিক্ষার উন্নয়ন ব্যাতিরেকে কোন দেশ ও জাতির লক্ষ্যার্জন সম্ভব নয়। যৎকারণে বিশ্বের উন্নত দেশগুলো শিক্ষার উপরই অধিকতর জোর দিয়ে থাকেন। উপরন্তু শিক্ষা খাতে জাতীয় বাজেটের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ ব্যয় করে থাকে। এ তুলনায় বাংলাদেশের শিক্ষাখাতে রাষ্ট্রীয় ব্যয় নিতান্তই অপ্রতুল বলে মন্তব্য করে তিনি বলেন- জাতীয় জীবনে একটি শিক্ষিত, কর্মক্ষম, দক্ষ ও আদর্শ প্রজন্ম গঠণে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে সম্মিলিত প্রয়াস বাস্তবায়নের বিকল্প নেই। এমনিতেই বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে শিক্ষা খাত একেবারেই বিপর্যস্ত। তাই জনস্বার্থে শিক্ষা খাতের পুনরুদ্ধারে দল মত নির্বিশেষে দেশের বিত্তবান শ্রেণিদের উদার মনে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। তিনি ইসলামী ছাত্রসেনা কর্তৃক পটিয়া থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ‘প্রস্তুতি বিষয়ক বই ও শিক্ষা উপকরণ বিতরণ’ এর মত শিক্ষা ও জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসায় সাধুবাদ জানান।
অদ্য ১১অক্টোবর, ২০২১ সোমবার বেলা ১১টায় ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম) পরিষদ এর উদ্যোগে শান্তিরহাটস্থ সংগঠন কার্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার অর্থ সম্পাদক কাজী মাওলানা জিয়াউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা তৌহিদ মুরাদ সুমন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা মহিউদ্দীন বারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম) পরিষদ এর সাধারণ সম্পাদক মুবারক হোসেন হিরু, অর্থ সম্পাদক আলী আজম, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সম্রাট, সদস্য আজাদ, শাহেদ, জিসান প্রমুখ।
পরীক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন- ইফতি, নুসরাত, রিমঝিম ও ইউনুস।
বার্তা প্রেরক
তাজুল ইসলাম
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা
পটিয়া উপজেলা