খবরের বিস্তারিত...


রাতের আঁধারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সরকার তার দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

আগস্ট 07, 2022 অন্যান্য

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাব সম্মুখে আজ ০৬ আগস্ট শনিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রসেনা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম. আরাফাত মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ফরিদ মজুমদার এর সঞ্চালনায় আজ দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তাগন বলেন, হঠাৎ করে রাতের আঁধারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সরকার তার দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যেখানে মাত্র কয়েকদিন পূর্বে সরকার প্রধান দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকার ফুলঝুরি শুনিয়ে তেলের দাম বৃদ্ধি পাবেনা বলে আশ্বস্ত করেন সেখানে কয়েকদিনের মাথায় এ মূল্যবৃদ্ধি জনমনে সরকারের প্রতি চরম আস্থাহীনতার সৃষ্টি করেছে। অর্থনৈতিক চরম বিপর্যয়ের শংকায় ও আতংকগ্রস্ত হচ্ছে জনগন। তেলের দাম বৃদ্ধির ফলে আবারো হু হু করের বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। কোনরূপ জনশুমারি না করে জনমত যাচাই না করে সরকারের নেয়া উদ্ভট বর্ধিত মূল্য প্রত্যাহার অবিলম্বে প্রত্যহার করতে হবে। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জননেতা এ্যাডভোকেট শাহীদুল আলম রিজভী, আরো বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ গোলাম হায়দার হাসিব, সৈয়দ আবু সাঈদ শাফিন, এম মিজানুর রহমান, ফরিদুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা নিরব, আবু বকর সিদ্দীকী, সাখাওয়াত মিয়াজী, হাবিবুর রহমান, রকিব উদ্দীন, কে এম শামীম, কামরুদ্দীন তারেক, আবদুল্লাহ আল মামুন, হাফেজ শেখ মকছুদুর রহমান, সানি দেওয়ান, তোফাজ্জল হোসেন তুহিন, বোরহান উদ্দিন, শেখ তোফায়েল আহমেদ প্রমূখ। মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে পল্টন অভিমুখে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রসেনা।

Comments

comments