ইসলামী ছাত্রসেনা চাঁদপুর হাজীগঞ্জ শাখা সভাপতির ইন্তেকাল
ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার আওতাধীন হাজীগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আল আমিন ৭ মার্চ এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ একইদিন হাজীগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মাননীয় চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
মরহুমের ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এবং ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।