খবরের বিস্তারিত...


শহীদ লিয়াকত আলী (রহ.) কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সঞ্জীবনী শক্তি

এপ্রিল 12, 2023 সাংগঠনিক খবর

শহীদ লিয়াকত দিবসের আলোচনা সভায় অধ্যক্ষ এস. এম. ফরিদ উদ্দিন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, শহীদ লিয়াকত আলী (রহ.) ছিলেন কুরআন সুন্নাহর রাজ কায়েমের সত্যিকারের একজন সৈনিক। তিনি কখনো অসত্যের সাথে আপোষ করেননি। ছোটকাল থেকেই ইসলামী তাহযিব তামাদ্দুনের অনুসরণে বেড়ে উঠা শহীদ লিয়াকত আলী (রহ.) আমৃত্যু ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের ঝাণ্ডাকে সমুন্নত রাখতে কাজ করে গেছেন। বাতিল শক্তি শহীদ লিয়াকত আলীকে হত্যা করে আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের কণ্ঠরোধ করার অপচেষ্টা করেছিল। কিন্তু তাদের হীন ষড়যন্ত্র সফল হয়নি। শহীদ লিয়াকত আলী (রহ.) শাহাদাতের অমৃতসুধা পান করে বহুগুণ শক্তিশালী হয়ে এদেশের লক্ষ লক্ষ ছাত্রজনতার হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। তাঁর আত্মত্যাগ এদেশে ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীদের মাঝে কুরআন সুন্নাহর রাজ কায়েমের সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে।
ঐতিহাসিক ১০ এপ্রিল শহীদ লিয়াকত দিবস উপলক্ষে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা কাজী মুহাম্মদ জসীম উদ্দীন, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা ওয়াহেদ মুরাদ, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম মহানগরের আহবায়ক লায়ন মুহাম্মদ আলাউদ্দিন, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সচিব খ. ম. জামাল উদ্দীন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক মাওলানা মুহাম্মদ আইয়ুব, সাবেক পরিচালক মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর নেতা মুহাম্মদ নুরুল আবছার, চট্টগ্রাম উত্তর জেলার নেতা মুহাম্মদ রেজাউল করিম, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদ মুরাদ সুমন, কাউছারুল ইসলাম সোহেল, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ মিছবাহুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাসরুর রহমান, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ফারহানুল ইসলাম কাউছার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ তানভীর কুতুবী, যুবনেতা শাহেদুল ইসলাম মুন্না, মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ হাসান ইমাম, মুহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ আবু বকর, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ হাসনাত বিন জিহাদি, মুহাম্মদ জামাল উদ্দীন প্রমুখ।উল্লেখ্য যে, ১৯৮৬ সালের ১০ এপ্রিল, চট্টগ্রাম কমার্স কলেজ চত্বরে শহীদ লিয়াকত আলী (রহ) এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-শিবিবের ক্যাডারদের হাতে নির্মম হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

Comments

comments