খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা লক্ষ্মীপুর জেলার ইফতার মাহফিলে অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা

এপ্রিল 18, 2023 সাংগঠনিক খবর

কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী ছাত্রসেনা আদর্শের মূর্ত প্রতীক
ইসলামী ছাত্রসেনা লক্ষ্মীপুর জেলার ইফতার মাহফিলে অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা বলেছেন, ইসলামী ছাত্রসেনা এদেশে কুরআন সুন্নাহর রাজ কায়েমের সাহসী যোদ্ধাদের সংগঠন। ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশদ্রোহী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে এদেশে কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় রত রয়েছে। মহান আল্লাহ তায়ালার প্রদত্ত বিধান এবং রাসুলের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্রসেনার নিরলস পরিশ্রম এদেশে একদিন সফলতা এনে দিবে, ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্রসেনা লক্ষ্মীপুর জেলার উদ্যোগে স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা লক্ষ্মীপুর জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সভাপতি জননেতা আল্লামা হেলাল উদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, বিশিষ্ট সংগঠক এডভোকেট মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত রামগঞ্জ উপজেলার সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ ফয়সাল আলম মুজিবী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আহবায়ক যুবনেতা এম মনির হোসাইন। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী।

Comments

comments