ইসলামী ছাত্রসেনা সাধনপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন
বাঁশখালী প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন শাখার কাউন্সিল গত ৩০/০৬/২৩ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় উত্তর সাধনপুর চারাবটতল পাইলট স্কুল প্রাঙ্গনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন-২৩ সংগঠনের শাখা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তৌহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধনপুর ইউনিয়ন শাখার সাবেক ছাত্রসেনা কর্মী মুহাম্মদ আব্দুস সবুর এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন সহ ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন। সেনা সংগীত এবং জাতীয় সংগীত পরিবেশন করেন শাখার সদস্য মুহাম্মদ মহিউদ্দিন ও তার দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাঁশখালী উপজেলার প্রচার সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ মনসুর আলম, চট্টগ্রামের ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ রবিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক অর্থ সম্পাদক ছাত্র নেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ ইফাজ উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা ২নং সাধনপুর ইউনিয়ন শাখার সাবেক ছাত্রসেনা কর্মীসহ আওতাধীন শাখার কর্মীবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে মুহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি, মুহাম্মদ রাহাতকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আবু নোমানকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ সাজ্জাদকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্রসেনা সাধনপুর ইউনিয়ন কার্যকরী কমিটি ২০২৩-২৪ ইং গঠিত হয়।