ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শহীদ হালিম দিবস পালিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা স. ম. হামেদ হোসাইন বলেছেন, শহীদ হালিম ব্যক্তিগত জীবনের একজন সত্যিকারের আদর্শিক মানুষ ছিলেন। কুরআন সুন্নাহর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়নের পর আদর্শ সমাজে প্রতিষ্ঠাই ছিল শহীদ হালিমের মিশন। আর এটা করতে গিয়ে তিনি স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-শিবিরের রোষানলে পড়ে শাহাদাত বরণ করেছেন। সুন্নীয়তের রাজনৈতিক গোড়াপত্তনের ১ম শহিদ আব্দুল হালিম রহঃ আদর্শিক ব্যাপারে কোন বাতিলের সাথে আপোষ না করে সুন্নীয়তের স্বার্থে কথা বলতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দলের বৃহত্তর স্বার্থে দূর্দিনে কর্মীরা যেন ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত ১৫ জুলাই ২০২৩ ইং শনিবার বিকাল ৩:০০ টায় চট্টগ্রাম জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনের প্রথম শহীদ আব্দুল হালিম রহঃ এর ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা তৌহিদ মুরাদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা ফরিদুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সহ সম্পাদক এস এম ইসমাইল, মাসরুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম তানিম, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম জিকু, রাশেদুল ইসলাম, মোহাম্মদ তারেক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।