ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা আহবায়ক কমিটির মতবিনিময় সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা আহবায়ক কমিটির সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত সীতাকুণ্ড উপজেলা শাখার সাথে মতবিনিময় ফৌজদারহাট ক্যাডেট কলেজ রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর ২৩ ইং রোজ শুক্রবার ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা সাধারণ সম্পাদক এম এ মান্নান জিকু, জননেতা কাজি সাব্বির আহমেদ, জনাব মোহাম্মদ ওমর ফারুখ, মাওলানা মুস্তাফিজুর রহমান, সীতাকুণ্ড মডেল মসজিদের খতিব মাওলানা মন্জুরুল আলম নুরি, ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা আহবায়ক ছাত্রনেতা মোহাম্মদ ইউনুস, যুগ্ম আহবায়ক ছাত্রনেতা হাফেজ ইমরান হুসেইন, সদস্য সচিব ছাত্রনেতা মোহাম্মদ এনামুল করিম। মতবিনিময় সভায় ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা কাউন্সিল সম্পন্ন করার লক্ষ্যে বিবিধ পরিকল্পনা গ্রহন করা হয়।