ইসলামী ছাত্রসেনা রূপগঞ্জ উপজেলার উদ্যোগে শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলাম শান্তির ধর্ম। সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাই ইসলামের মূল লক্ষ্য। নিপীড়িত মানবতার পক্ষেই ইসলামের অবস্থান। যুগে যুগে শ্বাশত ধর্ম ইসলামের অগ্রযাত্রা রুখে ষড়যন্ত্র বহু হয়েছে। পাপীষ্ঠ আত্মা ইয়াজিদ তাদেরই একজন। কারবালার ময়দানে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনা ইসলামের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। কারবালার ময়দানে ইমাম হোসাইন (রা.) নিজের প্রাণের বিনিময়ে ইসলামকে পুনর্জীবন দেয়ার যে বিরল ইতিহাস তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা রূপগঞ্জ উপজেলার সভাপতি মুহাম্মদ রামীম রাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফেজ সামায়ন সাব্বির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।