খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা কাউন্সিল সম্পন্ন

জুলাই 30, 2023 সাংগঠনিক খবর

এমপিও শিক্ষকদের জাতীয়করণ করতে প্রধানমন্ত্রীকে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকের আহবান
——- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই শনিবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। তিনি আলোচনায় এমপিও শিক্ষকদের জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকের আহবান জানান। আন্দোলনরত শিক্ষকদের দাবী যৌক্তিক বলেও দাবী করেন তিনি।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক নয় স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ ও বিএনপি বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করেছে। তারাই আবার নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ নিয়েছে। প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি ছাড়া নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয়।

কাউন্সিল অধিবেশনে উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আল্লামা নাজমুল হক আখন্দ নক্সবন্দী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোতাছিম বিল্লাহ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাওলানা ইউসুফ হাসান মাহমুদী, সহ-সাংগঠনিক সম্পাদক ও ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সদস্য সচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মনজুর আলম পাটওয়ারী, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা আহবায়ক মোঃ মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান মজুমদার, চাঁদপুর সদর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সানাউল্লাহ্ খান, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা কামাল মিয়াজী প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা এড. শেখ ফরিদ মজুমদার। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সানি দেওয়ান।
হাফেজ নেয়ামুল ইসলাম মিয়াজীকে সভাপতি, জাহিদুর ইসলাম সাঈফীকে সাধারণ সম্পাদক ও মোয়াজ্জেম হোসেনকে সাংগঠনিক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশনার ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ সানি দেওয়ান।
কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন।
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments