খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা শরীয়তপুর জেলার কাউন্সিল সম্পন্ন

আগস্ট 08, 2023 সাংগঠনিক খবর

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গঠনের শপথ নিতে হবে।
——- ইসলামী ছাত্রসেনা শরীয়তপুর জেলার কাউন্সিলে বক্তারা


শরীয়তপুর প্রতিনিধি: দেশপ্রেম ঈমানের অঙ্গ। যে রাজনীতিতে দেশপ্রেম থাকে সে রাজনীতি কখনো জনকল্যাণমুখী হয় না। এ ধরনের রাজনীতিতে স্বার্থপরতা ছাড়া আর কিছুই থাকে না। বাংলাদেশের চলমান রাজনীতিতে দেশপ্রেমের চেয়ে আত্মপ্রেম এবং সংগঠনপ্রেম বেড়ে গেছে। এতে জনগণ উপকৃত হতে না পারলেও দেশের তথাকথিত রাজনীতিবিদরা ঠিকই আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। এসব রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের জনগণের অধিকার হরণ করছে। অধিকারবঞ্চিত জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। গত ৪ আগস্ট ২০২৩ ইং অনুষ্ঠিত ইসলামী ছাত্রসেনা শরীয়তপুর জেলার কাউন্সিলে বক্তারা উপর্যুক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা শরীয়তপুর জেলার সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শরীয়তপুর জেলার সভাপতি জননেতা মাওলানা গাজী ফারুক আল আবেদী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ গোলাম মোস্তফা নীরব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতির নামে অপরাজনীতি চলমান রয়েছে। তথাকথিত ছাত্রনেতারা ছাত্রদের অধিকার আদায়ে কাজ করার পরিবর্তে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং যৌন হয়রানির কাজে লিপ্ত রয়েছে। এসব অপরাজনীতির করাল গ্রাস থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সঠিক রাজনীতি চর্চার মাধ্যমে ইসলামী ছাত্রসেনা এদেশের ছাত্রদের অধিকার আদায়ের পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্য থেকে মুহাম্মদ হাফিজকে সভাপতি, সাজ্জাদ হোসেন আবেদীকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ সাব্বির সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী ছাত্রসেনা শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

Comments

comments