খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিষেক সম্পন্ন

সেপ্টে. 10, 2023 সাংগঠনিক খবর

সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ তৈরি করতে স্বাধীন নির্বাচন কমিশনকে মূখ্য ভূমিকা পালন করতে হবে।
===== আল্লামা ইলিয়াছ শিকদার
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি জননেতা মাওলানা ইলিয়াছ শিকদার বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্নায়ু পরিবেশ অবলোকন করছে দেশের জনগণ। এ মূহুর্তে নির্বাচন কমিশনের উচিত, দেশের রাজনৈতিক দলগুলোকে একই টেবিলে বসিয়ে রাজনৈতিক সমাঝোতা করণের লক্ষে দেশের পরিস্থিতি শান্ত রাখা। না হয় সংবিধান দুমড়ে মুচড়ে পড়বে। বিশৃঙ্খলার জন্য নির্বাচন কমিশনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি জননেতা এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করতে বড় রাজনৈতিক দলগুলো ভিন্ন কায়দা অবলম্বন করছে। যার মাশুল দিতে হবে সাধারণ জনগণকে। সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমদাদুল ইসলাম। তিনি ছাত্রসমাজকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের সহযোগিতা মূলক কাজের প্রতি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা এইচ এম মুনির উদ্দিন। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল্লাহ আল মুমিন, এস এম ইসমাইল, সাধারণ সম্পাদক মাসরুর রহমান , আব্দুল্লাহ আল নোমান, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

Comments

comments