খবরের বিস্তারিত...


ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ

অক্টো. 13, 2023 সাংগঠনিক খবর

ফেনী জেলা প্রতিনিধি: সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা। অদ্য ১৩ই অক্টোবর ২০২৩ ইং, জুমাবার বিকাল ৪.৩০মি. ফেনীর বড় মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সভাপতি ছাত্রনেতা আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার সহ-সাধারণ সম্পাদক জননেতা মাওলানা সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব হেলাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামসেদ ভূঞা জিসান, শারাফাত আহমেদ, ইকবাল হোসাইন, জামসেদ মিয়াজি, শাহিদুল ইসলাম মেহেদী, মিনহাজ,নাহিদ প্রমুখ। সমাবেশে বক্তারা ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং চলমান সংঘাত নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমুহের উদ্যোগ কামনা করেন।

Comments

comments