খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা নারায়ণহাট মাদ্রাসা শাখার উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত

অক্টো. 24, 2023 সাংগঠনিক খবর

ভুজপুর (চট্টগ্রাম) প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদরাসা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার ও আলোচনা সভা হযরত সুন্দর শাহ (রাঃ) ছিলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের শাখা সভাপতি মুহাম্মদ নাঈম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াদুল ইসলাম শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভুজপুর থানার সভাপতি জননেতা এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ণহাট শাখা’র সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ এয়াকুব। প্রধান আলোচক হিসাবে ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত ভূজপুর থানা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য কাজী মাও: মোঃ দিদারুল আলম, মাও: মোঃ আব্দুল মাবুদ হোসাইনী, মাস্টার এন. আলম আজাদ, মুহাম্মদ ফরিদুল হক প্রমুখ। বিশেষ আলোচক হিসাবে উপস্তিত ছিলেন ইসলামী ছাত্রসেনা ভূজপুর থানা শাখার সাবেক সভাপতি মোঃ আবু তৈয়ব। আলোচনায় অংশ নেন মুহাম্মদ ইলিয়াছ,
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাও: মুসলিম উদ্দিন, মুহাম্মদ মহি উদ্দিন, ডা. সালাহ উদ্দিন, মাও: মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত হমদ, নাত,কেরাত ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Comments

comments