ফিলিস্তিনে ইসরাঈলের বর্বর হামলার প্রতিবাদে ডবলমুরিং থানায় বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাঈলের বর্বর হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর ২০২৩ ইং, শুক্রবার জুমার নামাজ শেষে আগ্রাবাদ সিডিএ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সভাপতি জননেতা মাওলানা মুহাম্মদ লিয়াকত আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা মুজিবুল হক শাকুর। বিশেষ বক্তা ছিলেন মহানগর ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মদ হাসমত আলি তাহেরি।
উক্ত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ শাহজাহান, ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইসতিয়াক রাফি প্রমুখ।
এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরায়েলসহ বিভিন্ন স্লোগান দেন।