খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনার কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা গত ৪ নভেম্বর ২০২৩ইং, শনিবার কুমিল্লা চকবাজারস্থ গোমতী রোটারি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার। ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিক। প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যুগ্ম-মহাসচিব জননেতা স.ম হামেদ হোসাইন। এছাড়াও আরো প্রশিক্ষক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-ছাত্রকল্যাণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন রানা, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা মুহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হেলাল উদ্দীন আল-ক্বাদেরী, বি-বাড়িয়া জেলার ইসলামিক ফ্রন্ট সভাপতি জননেতা মাওলানা সরোয়ার আলম, কুমিল্লা জেলা ইসলামিক ফ্রন্ট সাধারন সম্পাদক জননেতা মুফতি মাঈন উদ্দিন ভূঁইয়া আজমী, ইসলামিক যুবফ্রন্টের কেন্দ্রীয় সদস্য যুবনেতা সৈয়দ গোলাম হায়দার হাসিব প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর, চাঁদপুর জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দায়িত্বশীলগণ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা মীর মুহাম্মদ আবু বকর বলেন, কুরআন সুন্নাহর রাজ কায়েমের এ মিশনকে উত্তরোত্তর গতিশীল করতে প্রশিক্ষিত কর্মীবাহিনীর কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্রসেনা এদেশের ছাত্রজনতাকে কলুষিত রাজনীতির বেড়াজাল থেকে বের করে এনে কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখিয়ে চলেছে এ প্রশিক্ষণ কর্মশালা সে মিশনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।

Comments

comments