চট্টগ্রামে ইসলামী ছাত্রসেনার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুশৃঙ্খল ও চৌকস নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ইসলামী ছাত্রসেনা কাজ করছে।
——— ছাত্রনেতা এইচ এম মুনির উদ্দিন।
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামি ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে জেলার সভাপতি ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা এইচ এম মুনির উদ্দিন। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন ছাত্রের প্রধান গুণ নিজের ব্যক্তিত্বের মধ্যে শৃঙ্খলা আনা। এর মাধ্যমে আল্লাহর ভয় ও অন্তরে তাসাউফ সৃষ্টি করা গেলেই শিক্ষার্থী তাঁর আদর্শ ধরে রেখে দেশ ও আখিরাতের কল্যাণের মাধ্যমে আন্দোলনের পথে এগুতে পারবে। বর্তমানে ছাত্র রাজনীতিতে শিক্ষার পরিবর্তে হল দখলের অনুপ্রবেশ হয়েছে, হত্যা, লুন্ঠন, চাঁদাবাজিতে শিক্ষার্থীর নাম পত্রিকার পাতায় ফুটে উঠছে, যা কোন ভাবেই ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য হতে পারে না। তাই আজকের আলোচনা সভার মাধ্যমে জাতির কাছে একটা ম্যাসেজ পৌঁছাতে হবে, গবেষণামূলক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় অনুশাসন চর্চা বৃদ্ধি ও সুস্থ ছাত্র রাজনীতি অনুশীলনের মাধ্যমে একটা শৃঙ্খল ও চৌকস নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাসরুর রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক কাজী ইফাজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম নুর করিম, সাইফুল ইসলাম সহ প্রমুখ।