ছাত্রসেনা উত্তর পাচলাইশ শাখার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরীর আওতাধীন উত্তর পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ আপন গার্ডেনে উত্তর পাচলাইশ শাখার সভাপতি এইচ.এম.ফোরকান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব মইনুদ্দিন চৌধুরী হালিম,আলহাজ্ব এম.ওয়াহেদ মুরাদ,মাওলানা নিজাম উদ্দিন নোমানি,হাফেজ আসাদুজ্জামান এরশাদ, এম কফিল উদ্দিন রানা, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম.মনির হোসাইন, সাধারণ সম্পাদক এম.আবু সাদেক ছিটু, সাইফুল ইসলাম লিটন, মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম৷ বক্তব্য রাখেন নগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, উত্তর জেলার সভাপতি মুহাম্মদ মিছবাহুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এম.মাসরুর রহমান, নগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জয়নাল৷ নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন নগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল। উপস্থিত ছিলেন জামাল উদ্দিন জাবেদ,সালাউদ্দিন, ইস্কান্দার,তৈয়্যবুল্লাহ,জয়নাল উদফিন,জমির উদ্দিন, ফরহাদ, শাহজাদা আরাফ, গোলাম মহি উদ্দিনা, আসিফ, আবুল কাশেম, মইন উদ্দিন, বাহার উদ্দিন, মেহেদী, দেলওয়ার, সাইমন, রবিউল, মাহমুদুল হাসান, ইলিয়াছ, আবুল হাসেম প্রমুখ।
পরবর্তিতে জেবুল হাসান চৌধুরীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, এবং মুহাম্মদ ইলিয়াছকে সাংগঠনিক সম্পাদক করে ৭৩জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।